IQNA

ভিডিও | সর্বোচ্চ নেতার উপস্থিতিতে মুস্তাফা গালুশের তিলাওয়াত

20:20 - November 17, 2020
সংবাদ: 2611825
তেহরান (ইকনা): মিশরের প্রসিদ্ধ ক্বারি রাগেব মুস্তাফা গালুশ ২০১৬ সালে পরলোক গমন করেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৮ বছর।

আন্তর্জাতিক ক্বারি রাগেব মুস্তাফা গালুশ ১৯৩৮ সালের ৫ম জুলাই জন্মগ্রহণ করেন এবং ২০১৬ সালের ৪র্থ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। তার সুললিত কণ্ঠের কুরআন তিলাওয়াত এখনও বিশ্বের বিভিন্ন ইসলামী ও আরবি দেশের রেডিও ও টেলিভিশনে সম্প্রচার করা হয়। তিনি ফ্রান্স, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে কুরআন মাহফিলে তার সুললিত কণ্ঠে অতি মনোরম তিলাওয়াত করেছেন।

ক্বারি রাগেব মুস্তাফা গালুশ ১৯৮৯, ১৯৯৫, ২০০০ এবং ২০০২ সালে ইরান ভ্রমণ করেছেন। ইরানের বিভিন্ন শহরে অনুষ্ঠিত কুরআন মাহফিলে কুরআন তিলাওয়াত করে উপস্থিত শ্রোতাদের মন জয় করেছেন।

ইরানের রাজধানী তেহরানে ইমাম খোমেনী (রহ.) নামক হুসাইনিয়াতেও তিনি কুরআন তিলাওয়াত করেছেন।

৩১ বছর পূর্বে ১৯৮৯ সালে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর উপস্থিতিতে মিশরের এই প্রসিদ্ধ ক্বারি সূরা মরিয়মের বেশ কয়েকটি আয়াত তিলাওয়াত করেছেন। ইমাম খোমেনী (রহ.)হুসাইনিয়াতে ক্বারি রাগেব মুস্তাফা গালুশের সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াতের ভিডিওটি তুলে ধরা হল:

iqna

 

captcha